পড়ন্ত বিকেলে অর্ক লাল বর্ণ
ধারণ করে গঙ্গা নদীর কূলে,
শীতল সমীরণ বইছে সারাক্ষণ
তাতে যেন গাছপালা দুলে।
কিনারায় বসে শুধু ভাবি
আসলো আমার যৌবন কাল,
বসন্তের ফুল ফুঁটলোনা আজও
আহা পড়ল একি অকাল!
চাওয়া পাওয়া অপুর্ণ রয়ে গেল
তাইতো চিন্তা বড্ড করি,
প্রেমের ছোঁয়া পেলাম না এখনো
অসহায় হয়ে কেঁদে-কেঁদে মরি!
খুঁজে পাব কি রমণীর ঠিকানা
এ হৃদয়ে চলছে আহাজারি,
ভালোবাসার গোলাপ ফুঁটবে কবে
আমি এক প্রেম ভিখারি!
ধারণ করে গঙ্গা নদীর কূলে,
শীতল সমীরণ বইছে সারাক্ষণ
তাতে যেন গাছপালা দুলে।
কিনারায় বসে শুধু ভাবি
আসলো আমার যৌবন কাল,
বসন্তের ফুল ফুঁটলোনা আজও
আহা পড়ল একি অকাল!
চাওয়া পাওয়া অপুর্ণ রয়ে গেল
তাইতো চিন্তা বড্ড করি,
প্রেমের ছোঁয়া পেলাম না এখনো
অসহায় হয়ে কেঁদে-কেঁদে মরি!
খুঁজে পাব কি রমণীর ঠিকানা
এ হৃদয়ে চলছে আহাজারি,
ভালোবাসার গোলাপ ফুঁটবে কবে
আমি এক প্রেম ভিখারি!
প্রেম খুঁজে ফিরি আমি
আজও সকলের দ্বারে-দ্বারে!
অপরূপ নারীদের মলিন মুখ
চেয়ে দেখি বারে-বারে।
ব্যাকুল মন থেমে থাকে না
এ-যে চায় শুধু ভালোবাসা,
হৃদয়ে ধরেছে ফাটল মায়াহীন
মরীচিকা করছে নিরাশা!
তিমির নিশিথে স্বপ্ন দেখি
চলে যায় জীবনের প্রতিটি সময়,
কেউ কি আছো এমন যে দুহাত
বাড়িয়ে প্রেম ভিক্ষা দেবে আমায়?
একা হেঁটে চলেছি রাজপথে
সেজেছি ছলনার শিকারি,
অফুরন্ত প্রেম পাব কবে
আমি এক প্রেম ভিখারি!
আজও সকলের দ্বারে-দ্বারে!
অপরূপ নারীদের মলিন মুখ
চেয়ে দেখি বারে-বারে।
ব্যাকুল মন থেমে থাকে না
এ-যে চায় শুধু ভালোবাসা,
হৃদয়ে ধরেছে ফাটল মায়াহীন
মরীচিকা করছে নিরাশা!
তিমির নিশিথে স্বপ্ন দেখি
চলে যায় জীবনের প্রতিটি সময়,
কেউ কি আছো এমন যে দুহাত
বাড়িয়ে প্রেম ভিক্ষা দেবে আমায়?
একা হেঁটে চলেছি রাজপথে
সেজেছি ছলনার শিকারি,
অফুরন্ত প্রেম পাব কবে
আমি এক প্রেম ভিখারি!
আশায় বেঁধেছি বুক দেখব
তাকে নিয়ে রঙিন স্বপ্ন,
বলব দুজনে মনের কথা
হয়ে মধুর প্রেমে মগ্ন।
প্রতিটা শহর-নগরে ঘুরে ফিরি
এক টুকরো প্রেম পাব বলে,
আজও দিলনা কেউ প্রেম ভিক্ষা
ছেড়ে চলে গেল সকলে!
প্রতিটা প্রহর তার অপেক্ষায়
থাকি সকাল দুপুর সাঁঝে,
দুহাত বাড়িয়ে সে বলবে আমায়
এসো তুমি মোর হৃদয়ের মাঝে।
মিলবে কি এ ভুবনে এমন রমণী
যে হবে মোর জীবনের সহকারি,
প্রতীক্ষার দিন শেষ হবে কবে
আমি এক প্রেম ভিখারি!
তাকে নিয়ে রঙিন স্বপ্ন,
বলব দুজনে মনের কথা
হয়ে মধুর প্রেমে মগ্ন।
প্রতিটা শহর-নগরে ঘুরে ফিরি
এক টুকরো প্রেম পাব বলে,
আজও দিলনা কেউ প্রেম ভিক্ষা
ছেড়ে চলে গেল সকলে!
প্রতিটা প্রহর তার অপেক্ষায়
থাকি সকাল দুপুর সাঁঝে,
দুহাত বাড়িয়ে সে বলবে আমায়
এসো তুমি মোর হৃদয়ের মাঝে।
মিলবে কি এ ভুবনে এমন রমণী
যে হবে মোর জীবনের সহকারি,
প্রতীক্ষার দিন শেষ হবে কবে
আমি এক প্রেম ভিখারি!
রচনাকালঃ- ০৬/০৬/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন